আমি ভাল কাজ করে যেতে চাই : শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারিয়ে ৫০ বছরে পিছিয়ে পড়েছিলাম। শেখ হাসিনা যদি মারা যায় তাহলে দেশের পরিস্থিতি কি হবে তা আল্লাহ ছাড়া কেউ জানে না। এ দেশটিকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। দেশের অরাজগতা সৃষ্টি করতে নানা ধরনের অপচেষ্টা করছে। তাই আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেলে বাংলাদেশ আফগানিস্তান হিসাবে পরিনত হবে। তাই শেখ হাসিনার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে হায়াত বাড়িয়ে দেন। আমি মনে করি শেখ হাসিনাকে আওয়ামীলীগের প্রয়োজন নাই, শেখ হাসিনাকে ১৭ কোটি মানুষের দরকার। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এ দেশটিকে কোথা থেকে কোথায় নিয়ে এসেছেন।

 

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে ফতুল্লার কাশিপুরস্থ দারুচ্ছুন্নাহ কামিল (এম.এ) মাদ্রাসার চার তলা ভিত বিশিষ্ট নতুন তিন তলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, আমি রাজনীতি করতে এসেছি এমপিগিরি করতে আসিনি। যখন আমাকে বলা হয় এমপি সাহেব। তখন আমার কাছে ভাল লাগে না। আমি মানুষের সেবা করতে এসেছি। আমার তিন পুরুষ ধরে রাজনীতি করি। অনেক সাংবাদিক আমাকে প্রশ্ন করেন, আপনি এমপি হওয়ার পর বলেছেন আর রাজনীতি করবেন না। আমি একটি জিনিস বুঝি, পৃথিবীতে একটা সত্য হচ্ছে আমাদেরকে মরতে হবে। কেউ আজীবন বেঁচে থাকবে না। আমি কাজ করছি কাজ করে যাবো। আমি কাজ করবো হাত তালি পাওয়ার জন্য নয়, আমি ভাল কাজ করে যেতে চাই। যাতে আমি মরে গেলে মানুষ আমার জন্য আফসুস করে।

 

স্থানীয় সাংবাদিকদের কঠোর সমলোচনা করে শামীম ওসমান বলেন, আমি প্রথমে নারায়ণগঞ্জের সাংবাদিকদের ধন্যবাদ জানাই। কয়েকদিন আগে সাংবাদিকরা তাদের পত্রিকায় একটি নিউজ করেছেন। চাষাঢ়া হতে পাগলা সড়কের অবস্থা খুব খারাপ। সাংবাদিক ভাইয়েরা পত্রিকায় লেখার পর আমার কাজ করাটা সহজ হয়েছে। পত্রিকার নিউজ দেখে মন্ত্রী সচিবকে বললেন দ্রুত ব্যবস্থা নেন। সাংবাদিক ভাইদের কারনে চাষাঢ়া হতে পাগলা সড়কের সমস্যা দুর করার জন্য আমার কাজটা করতে সহজ হয়ে গেলো। কারন কাজ আদায় করতে আমার কোন একটা সুযোগ প্রয়োজন। এছাড়া পঞ্চবটি হতে মুক্তারপুর আধুনিক মানের ফ্লাইওভার করা হবে। সাংবাদিক ভাইদের ভাল কথা বললাম, এখন খারাপ কথা বলছি। নারায়ণগঞ্জের কিছু ছোট পত্রিকা আছে, উমুক বউ উমুকের সাথে পালিয়ে গেছে। উমুককে উমুক করলো। কিছু সত্য কিছু মিথ্যা বলে নিউজ করে দেয়। একজনের সাথে আরেকজনের দ্বন্দ আছে একজনের সাথে সাংবাদিকের সম্পর্ক আছে। সেই হিসাবে সাংবাদিক লিখে দেয় উমুকে মাদক ব্যবসা করে। কিছু পত্রিকা আছে দুইশ টাকা দিলে একজনের বিরুদ্ধে নিউজ করে দেয়। সাংবাদিক ভাইদের বলছি, ভাল কিছু নিউজ করেন। মাদ্রাসার ভবন ধ্বসে পড়ে যাচ্ছে, রাস্তার সমস্যা আছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রমানসহ নিউজ করেন। আপনারা এসব সমস্যা ভিত্তিক নিউজ করেন তাহলে দেখবেন মানুষের কাছে সালাম পাবেন।

 

 

অনুষ্ঠানে কাশীপুরস্থ দারুচ্ছুন্নাহ কামিল (এম.এ) মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি এম সাইফউল্লাহ বাদলের সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গর্ভনিং বডির সিনিয়র সহসভাপতি আশরাফুল আলম, সদস্য গোলাম হায়দার, ফতুল্লা থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোমেন শিকদার, প্রচার সম্পাদক জাহেদুল হক খোকন, জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আইয়ুব আলী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) এমএ সাত্তার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, হুমায়ন কবির রতন, মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: নুরুল আলম, মাদ্রসার উপধ্যক্ষ মাওলানা আব্দুল গফুর, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু ফতুল্লা থানা আওয়ামীলীগ নেতা সরদার সালাউদ্দিন, ফতুল্লা থানা ছাত্রলীগ সহ-সভাপতি শরিয়তুল্লাহ বাবু, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা প্রমূখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com