আমরা জনগণের পুলিশ: আইজিপি
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী বলেছেন, আমরা জনগণের পুলিশ। বাংলাদেশ গঠনে ১৯৭১ সালের প্রথম প্রহর থেকে শুরু করে এখন পর্যন্ত সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে পুলিশের ভূমিকা প্রথম সারির যোদ্ধার মতো। তাই আমরা গর্বিত। সেই বাংলাদেশ পুলিশেরই একটি উদ্যোগ কমিউনিটি ব্যাংক। আমরা জনগণের পুলিশ। ব্যাংকটিও জনগণের জন্য। তাই ব্যাংকের নাম করণ করা হয়েছে ‘কমিউনিটি ব্যাংক’। এই ব্যাংক আপনাদের, আপনারাই এটাকে রক্ষা করবেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের কমিউনিটি ব্যাংকের পঞ্চবটি শাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জাবেদ পাটোয়ারী আরও বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যেভাবে লড়াই করেছি, মাদকের বিরুদ্ধেও আমরা যুদ্ধে নেমেছি। কারণ একজন মাদকসেবী শুধু পরিবারের জন্যই বোঝা নয়, সমাজ ও দেশের জন্যও বোঝা। মাননীয় প্রধান মন্ত্রী এ বিষয়ে খুব কঠোর, তার নির্দেশনায় আমরাও জিরো টলারেন্সে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেশন) মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি (ইন্ড্রাস্টিয়াল পুলিশ) আব্দুস সালাম, ডিআইজি (ফাইনান্স এন্ড ডেভেলপমেন্ট) আবু হাসান মুহাম্মদ তারিক, ডিআইজি (ঢাকা রেঞ্জ) হাবিবুর রহমান, জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, র্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক (স্কোয়াড্রন লিডার) রেজাউল হক, মুন্সিগঞ্জ জেলার পুলিশ সুপার জায়েদুল আলম।
এরপর তিনি জেলা পুলিশ লাইন্সে পুলিশের ৮টি প্রকল্পর উদ্বোধন করেন। উন্নয়ন প্রকল্পগুলো হলো- নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস ব্যারাক ভবন, নারায়ণগঞ্জ সদর মডেল থানা ভবনের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, সিদ্ধিরগঞ্জ থানা ভবন, নারায়ণগঞ্জ ফতুল্লা মডেল থানা ভবনের ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ তলার ঊর্ধ্বমুখী সম্প্রসারণ, আড়াইহাজার থানাধীন গোপালদী তদন্ত কেন্দ্র ভবন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস আবাসিক টাওয়ার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনস মাল্টিপারপাস হল নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন, আড়াইহাজার থানা ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন।