মেয়েকে দেখতে এসে লাশ হয়ে ফিরলেন বৃদ্ধ
রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মেয়েকে দেখতে এসে লাশ হয়ে ফিরলেন আহাম্মদ আলী (৭০) নামের এক বৃদ্ধ। ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জে বাসচাপায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে ভুলতা ফ্লাইওভারের বলাইখাঁ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আহাম্মদ আলী (৭০) সুনামগঞ্জ জেলার দিরাই থানার তারাইল দলবড়াউট এলাকার মৃত এতিম উল্লার ছেলে।
ভুলতা ফাঁড়ির অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, নিহত আহাম্মদ আলী তার গ্রামের বাড়ি থেকে গোলাকান্দাইলে মেয়ের ভাড়াটিয়া বাড়িতে বেড়াতে আসে। সকালে মেয়ের বাড়ি থেকে গাউছিয়া যাওয়ার সময় ঢাকাগামী তিশা গ্রুপের একটি বাস তাকে চাপা দেয়। পরে ঘটনাস্থলেই মৃত্যু হয় আহাম্মদ আলী। খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠিয়েছে।
এ ঘটনায় ঢাকা-বিবাড়ীয়ার তিশা গ্রুপ (ঢাকা মেট্রো-ব-১৫-৫৬৩২) বাসটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।