সিদ্ধিরগঞ্জে পিটিয়ে দারোয়ান হত্যা

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে একটি বাড়িতে ভাড়াটিয়া সেজে ঢুকে দারোয়ান ইমতিয়াজ হোসেনকে (৬০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

 

সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় হাউজিং এলাকায় আরব আলীর বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত দারোয়ান ইমতিয়াজ হোসেন সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকার আব্দুল লতিফের ছেলে।

 

ইমতিয়াজের ছেলে রমজান জানান, বাড়িভাড়া নেবে বলে তিন-চারজন লোক প্রবেশ করে ইমতিয়াজ হোসেনকে বেঁধে মারধর করে। পরে বাড়ির ভেতরে প্রবেশ করে এবং বাড়িওয়ালার স্ত্রী ও ছেলেকে বেঁধেও মারধর করে চলে যায়। পরে গুরুতর আহত ইমতিয়াজকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বাড়ির মালিকের স্ত্রী লাভলী আক্তার (৩৫) বলেন, দারোয়ানকে মাথায় আঘাতের পর একটি ইনজেকশন দেয় ডাকাতরা। তারপর আর তিনি কিছু বলতে পারেনি। তবে বাসা থেকে কোনো কিছু খোয়া যায়নি।

 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানান, বাড়ির মালিক আরব আলী বিদেশে থাকেন। ভবনটি ছয় তলা। সকালে ভাড়াটিয়া সেজে এসেছিল ডাকাতরা। দ্বিতীয়বার ফের বিকেলে বোরকা পরে এসে বাসার দারোয়ানকে বাথরুমে আটকে রাখে। মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়ার সময় মারা যান তিনি। ঘটনার সময় বাড়িতে মাসহ ছোট এক শিশু ছিল।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com