মিশনপাড়া থেকে হারানো শিশু ২৪ ঘন্টায় উদ্ধার

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর মিশনপাড়া থেকে মল্লিকা (৫) নামের হারিয়ে যাওয়া শিশুকে ২৪ ঘণ্টায় উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) পাবনা জেলার আটঘরিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে পুলিশ।

 

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, ২৩ নভেম্বর নগরীরর মিশনপাড়া এলাকার লুৎফর রহমানের বাড়ির ভাড়াটিয়া আনিসুর রহমানের কন্যা মল্লিকা হারিয়ে যায়। সদর পুলিশের একটি চৌকস দল তাকে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানেই পাবনা জেলার আটঘরিয়া থেকে উদ্ধার করে।

 

রোববার শিশুটির মা মৌসুমী আক্তারের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com