বক্তাবলীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অটোরিক্সা চালক খুন
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার বক্তাবলীতে ফেরীঘাটের কাছে মুড়ির কারখানার সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে হারুন (২৮) নামের এক অটোরিক্সা চালক খুন হয়েছে।
শনিবার (২৩নভেম্বর) রাতে বক্তাবলীর ফেরীঘাটের কাছে মুড়ির কারখানার সামনে এই হত্যাকান্ডের ঘটনাটি ঘটেছে।
পুলিশের ধারনা রাত সাড়ে নয়টার দিকে হত্যাকান্ডটি ঘটেছে। নিহতের নাম হারুন (২৮), সে ময়মনসিংহের ফুলপুর থানাধীন বাসাটি গ্রামের ইমান হোসেনের ছেলে। সে ফতুল্লার এনায়েতনগরের শাসনগাঁও এলাকার গণি মিয়ার বাড়িতে ভাড়া থাকত।
নিহতের স্ত্রী শারমিন জানায় , তার দুই মেয়ে লামিয়া (৩), মীম (৮)। সে অটো রিক্সা চালিয়ে সংসার চালাত। হত্যাকান্ডের কয়েক ঘন্টা আগে তার এক বন্ধু তাকে বাড়ি থেকে ফোন করে ডেকে নিয়ে যায় । পরে তার মৃত্যুর সংবাদ শুনে সে ঘটনাস্থলে ছুটে আসে ।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন জানান, অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাাতে যুবকটি নিহত হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে পরে জানাতে পারবে। আসামী যেই হোক তদন্তের মাধ্যমে তাদের খুঁজে বের করা হবে।