সোহরাওয়ার্দী উদ্যানে মহানগর যুবলীগ সভাপতি সাজনুর চমক
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: যুবলীগের ৭ম কংগ্রেসে চমক দেখিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের কংগ্রেসে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে হাজির হন যুবলীগের এই নেতা।
নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ সভাপতি সাজনু বলেন, উন্নয়ণের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুবলীগের জন্য যোগ্য নের্তৃত্বই নির্বাচন করবেন। নতুন নের্তৃত্বে যারা আসবেন আমরা নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ তাদের যোগ্য নের্তৃত্বে এগিয়ে যাবো ইনশাআল্লাহ ।
সকালে এ কংগ্রেসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
কংগ্রেস শেষে যুবলীগের চেয়ারম্যান নির্বাচিত হন শেখ ফজলে শামস পরশ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল।
শেখ ফজলে শামস পরশ বঙ্গবন্ধুর ভাগিনা শেখ ফজলুল হক মনির বড় ছেলে। পরশের ছোট ভাই শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনের সংসদ সদস্য।সোহরাওয়ার্দী উদ্যানে কংগ্রেস উদ্বোধনের পর বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসে কাউন্সিল অধিবেশন। আগামী তিন বছর যুবলীগের নেতৃত্ব দেবেন শেখ ফজলে শামস পরশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ মনির বড় ছেলে পরশ এতদিন নিজেকে রাজনীতি থেকে দূরেই সরিয়ে রেখেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির সাবেক এ ছাত্র বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক।