যুবলীগের চেয়ারম্যান হবার পরে প্রতিক্রিয়ায় যা বললেন পরশ

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ভাবমূর্তি সঙ্কটে থাকা যুবলীগের দায়িত্ব পেলেন শেখ ফজলে শামস পরশ। আর সাধারণ সম্পাদক হয়েছেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি মাইনুল হোসেন খান নিখিল।

 

চেয়ারম্যান হবার পরে প্রতিক্রিয়ায় শেখ ফজলে শামস পরশ তার ফেইসবুক আইডিতে সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া জ্ঞাপন করে লিখেন-‘আলহামদুলিল্লাহ। পিতার দেখানো পথেই হাটতে চাই। আপনাদের সহযোগিতা চাই। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।’

 

শেখ ফজলে শামস পরশ বঙ্গবন্ধুর ভাগিনা শেখ ফজলুল হক মনির বড় ছেলে। পরশের ছোট ভাই শেখ ফজলে নূর তাপস ঢাকা-১০ আসনের সংসদ সদস্য।

 

শনিবার (২৩ নভেম্বর) সকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সোহরাওয়ার্দী উদ্যানে কংগ্রেস উদ্বোধনের পর বিকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বসে কাউন্সিল অধিবেশন। আগামী তিন বছর যুবলীগের নেতৃত্ব দেবেন শেখ ফজলে শামস পরশ।

 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ মনির বড় ছেলে পরশ এতদিন নিজেকে রাজনীতি থেকে দূরেই সরিয়ে রেখেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজির সাবেক এ ছাত্র বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের শিক্ষক।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com