যুবলীগের কাউন্সিলে নিপুর নেতৃত্বে যোগদান

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৭ম জাতীয় কংগ্রেস কাউন্সিল অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি হাজী এহসানুল হাসান নিপুর নেতৃত্বে সম্মেলনস্থানে যোগদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

৭ম জাতীয় কংগ্রেস কাউন্সিল অনুষ্ঠান সফল ও স্বার্থক করার লক্ষ্যে শনিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটায় হাজী এহসানুল হাসান নিপু নেতাকর্মী নিয়ে নারায়ণগঞ্জ চাষাড়া হতে রওয়ানা হয়ে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে সমবেত হন।

 

এসময় উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসীন মিয়া, জেলা যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, মোঃ শরিফ হোসেন, মোঃ মান্নান, মোশারারফ হোসেন, মোঃ আকিল, মোঃ ইমন, যুবলীগ নেতা খান মাসুদ, লুৎফর রহমান, মোঃ মাসুম আহমেদ, ডালিম হাসান, শেখ মমিন, ফারুক প্রধান, মোঃ হোসেন, রতন সরকার নিলয়, মোঃ সানি, মোঃ মাকসুদ, বাবু মোল্লা, মেহেদী খান, রাজু আহমেদ প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com