না’গঞ্জে মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) দাড়ি মোবারক প্রদর্শন
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ প্রাঙ্গনে মুসলমানদের প্রিয় নবী মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর পবিত্র দাড়ি মোবারক প্রদর্শন করা হয়েছে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর উদ্দ্যোগে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
শুক্রবার (২২ নভেম্বর) জুমআর পর থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় মসজিদ চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়। আসর নামাজের পূর্ব পর্যন্ত এ প্রদর্শনী উন্মুক্ত রাখা হয় সর্বসাধারণের জন্য।
এ সময় মহানবী (সা.) এর দাড়ি মোবারক দেখতে হাজার হাজার মানুষ এসে ভিড় জমান। অনেকেই নবীজির দাড়ি মোবারক দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, মহানবী (সা.) এ দাড়ি মোবারক সুদূর মিসর থেকে মাদানি চ্যানেলের আয়োজনে বাংলাদেশে আনা হয়। পরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর আমন্ত্রণে নারায়ণগঞ্জে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।