মুসলিমনগরে মামার জোরে বেপরোয়া ভূমিদস্যু নূর হোসেন

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার মুসলিমনগরে মামার জোরে বেপরোয়া হয়ে উঠেছে ভূমিদস্যু নূর হোসেন। মামা রকমতের নাম ভাঙ্গিয়ে এলাকায় নিরীহদের জমি দখল করে নিচ্ছে নূর হোসেন। ঝুট ব্যবসায়ী রকমতের ভাগিনা হওয়ায় এলাকায় কেউ প্রতিবাদ করার সাহসও পায় না। বুধবার (২০ নভেম্বর) দুপুরে মুসলিমনগর মধ্যপাড়ায় নিরীহ আলম মিয়ার জমিতে জোর করে স্থাপনা নির্মাণ করার চেষ্টা করলে পুলিশ এসে কাজ বন্ধ করে দেয়।

 

এ বিষয়ে ভুক্তভোগী আলম মিয়া ফতুল্লা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।

 

অভিযোগ সূত্রে জানা গেছে, মুসলিমনগর এলাকার মৃত আবুল হাশেম মিয়ার পুত্র আলম মিয়ার পৈত্রিক জমিতে জোর করে নূর হোসেন একদল সন্ত্রাসী নিয়ে স্থাপনা নির্মাণ শুরু করে। এসময় স্থানীয় লোকজন নিয়ে সে কাজে বাধা দিলে সে নানা ভয়-ভীতি ও প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। উপায়ন্তর না দেখে পরে পুলিশের দ্বারস্থ হন তিনি।

 

পরে পুলিশ ঘটনাস্থলে এলে নূর হোসেনের সাঙ্গপাঙ্গরা পালিয়ে যায়।

 

এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস হোসেন জানান, আলম মিয়ার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে এসে নির্মাণকাজ বন্ধ করে দেয়া হয়েছে। এবং ভবিষ্যতে এসব কাজ করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com