মন্ত্রী গাজীর নামে সেতুর নামকরণ অনুমোদন
রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দরিকান্দি এলাকায় শীতলক্ষ্যা নদীর উপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নির্মিত সেতুটির নামকরণ হবে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক এর নামে। গত ১২ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ( উন্নয়ন শাখা-২ ) গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক এর নামে সেতুটি নামকরণের প্রস্তাব অনুমোদন দিয়েছে।
সেতুটি বর্তমানে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। এই সেতুর দৈর্ঘ্য ৫৭৬ মিটার। সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৭৪ কোটি ৯ লক্ষ ৯৫ হাজার টাকা। এই উন্নয়ন প্রকল্প মূলত শুরু হয়েছে ছিলো গোলাম দস্তগীর গাজীর প্রচেষ্টায় । এ কারণে এই সেতুটি স্থানীয়রা গোলাম দস্তগীর গাজী নামকরণের জন্য সরকারের সব মহলে জোর দাবি জানায়। জনগণের সেই দাবি সরকার মেনে নিয়েছে।
জানা গেছে বর্তমানে সেতুটি উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে এলজিইডি বিভাগ। যে কোন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুটি উদ্বোধন করবেন।
সেতুটি চালু হলে স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত হওয়ার পাশাপাশি রাজধানীর সাথে ঢাকার পূর্বাঞ্চলীয় জেলার যাতায়াত সহজ হবে। পাশাপাশি মহাসড়কের যানজটও কমে আসবে। এছাড়া এ সেতুটি চালু হলে পূর্বাচল উপশহরসহ আশপাশের এলাকাগুলোর যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। শীতলক্ষ্যা নদী দিয়ে ফেরি পারাপারের দুর্ভোগ কমে যাবে। ব্যবসা বাণিজ্যে চাঙ্গা হয়ে উঠবে রূপগঞ্জ।