পরিবহণ শ্রমিকদের দখলে সাইনবোর্ড এলাকা

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নতুন সড়ক আইন বাস্তবায়নের প্রতিবাদে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিক এবং চালকদের অঘোষিত ধর্মঘটে বুধবার (২০ নভেম্বর) সকাল থেকেই নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী সকল বাস ও গণপরিবহন বন্ধ রয়েছে। ফলে রাজধানীর সাথে নারায়ণগঞ্জের যোগাযোগ বন্ধ রয়েছে। বিক্ষুব্ধরা দুপুরে সাইনবোর্ড এলাকা অবরুদ্ধ করে রাখে। সড়কে চলাচলরত বিভিন্ন বাস ও যানবাহন আটকে দেয় শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

 

এদিকে সড়ক যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তি শিকার হয়েছে কয়েক লাখ মানুষ। বেশি সমস্যায় পড়েছে পরীক্ষার্থী, শিক্ষার্থী ও অফিসগামী লোকজন। অন্যদিকে জেলার ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ করে রাখায় যানজটের সৃষ্টি হয়েছে। এতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা বিপাকে পড়েছেন। হেঁটেই গন্তব্যে পৌছেছেন অনেকে। নগরীর বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে, নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী বাসগুলোর কাউন্টার বন্ধ।

 

এদিকে ভোরেই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় একদল পরিবহণ শ্রমিক অবস্থান নেয়। বেলা বাড়ার সাথে সাথে শ্রমিকদের সংখ্যা বাড়তে থাকে। একপর্যায়ে কার্যত সাইনবোর্ড এলাকা অবরুদ্ধ হয়ে পড়ে।

 

শ্রমিকদের ধর্মঘটের এ বিষয়টি নিশ্চিত করে সাইনবোর্ড এলাকায় কর্তব্যরত ট্রাফিক পরিদর্শক জিয়াউল করিম জানান, বুধবার সকাল ছয়টায় কিছু শ্রমিক রাস্তায় এসে সড়ক অবরোধ করে উভয়পাশ বন্ধ করে দেয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হন নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের সিনিয়র এএসপি সালেহউদ্দিন আহমেদ।

 

 

 

এ বিষয়ে ফতুল্লা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন ঘটনাস্থল থেকে জানান, শ্রমিক অবরোধের খবর পেয়ে ছুটে এসেছি। শ্রমিক অবরোধের সুযোগে কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য পুলিশের টিম সজাগ রয়েছে।

 

বিকাল পর্যন্ত শ্রমিকরা রাস্তায় ছিল।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com