শীতলক্ষায় মিলল ১৫ কেজি ওজনের চিতল!

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: শীতলক্ষায় নদীতে মিলল ১৫ কেজি ওজনের একটি চিতল মাছ! নগরীর টানবাজার ঘাট এলাকায় নজু মাঝি নামের এক ব্যক্তি মাছটি জালবন্দি করে।

 

মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে এ ঘটনার পরে মাছটিকে দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমে।

 

দূষিত শীতলক্ষা নদীর পানিতে এত বড় মাছ ধরা পড়ায় অনেকেই বিস্মিত হয়েছেন।

 

টানবাজার এলাকার নিয়মিত খেয়া পারাপারের মাঝি নজু জানান, দুপুরে ঘাটের সাথে একটি বড় চিতল মাছকে বেশ কয়েকবার ঘুরতে দেখে বাড়ি থেকে গিয়ে জাল নিয়ে আসি। জাল নিয়ে এসেও দেখি মাছটি ওই এলাকায়ই ঘুরছে। পরে জাল ফেলে তাকে আটকাই।

 

তিনি আরও জানান, মাছটি ট্রলারের পাখায় আঘাত প্রাপ্ত হয়ে এদিক-সেদিক ঘুরছিল।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com