আকবরনগরের সংঘর্ষের ঘটনায় রহিম হাজীসহ ৭ জন রিমান্ডে

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বক্তাবলীর আকবরনগরের সংঘর্ষের ঘটনায় গ্রেফতার হওয়া রহিম হাজীসহ ৭ জনকে এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৯ নভেম্বর) তাদের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আহমেদের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, সোমবার বক্তাবলীর আকবরনগরে দুই গ্রুপের সংর্ঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই সাইদুল ইসলাম জানান, আকবরনগরের সংর্ঘষের ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করে।