ভবন ধসে নিহতদের স্মরণে পুলিশ সুপারের পক্ষে দোয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বাবুরাইলে ৪ তলা ভবন ধসে নিহতদের রুহের মাগফিরাত কামনায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের পক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) বাদ আছর জেলা পুলিশ সুপার ( ভারপ্রাপ্ত মনিরুল ইসলাম ) পক্ষে বাবুরাইল এক নম্বর মুন্সিবাড়ি জামে মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়।

এর আগে ৩ নভেম্বর বাবুরাইলে ৪ তলা ভবন ধসের ঘটনায় শিমু ইফতেখার আহমেদ ওয়াজিদ কে ১ দিন পর ভবনের ভিতর থেকে মৃত উদ্ধার করা হয়। গত ১৬ নভেম্বর ওয়াজিদের ১২তম জন্মদিন ছিল। তাই নিহত ওয়াজিদের স্মরণে জেলা পুলিশের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসেন বলেন, ভবন ধসের ঘটনায় নিহত শিশু ইফতেখার আহমেদ ওয়াজিদের জন্মদিনের বিষয়টি জানতে পারেন জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম। তারই নির্দেশে এ দোয়ার আয়োজন করা হয়।

প্রসঙ্গত ৩ নভেম্বর বিকেল চারটার দিকে এক নম্বর বাবুরাইল মুন্সিবাড়ি এলাকার এমএইচ ম্যানশন নামের চার তলা ওই ভবনটি খালের উপর ধসে পড়ে। এ ঘটনায় ওয়াজিদ ও শোয়েব নামে দুইশিশু নিহত ও তিন জন আহত হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com