পেঁয়াজ ইস্যু: বিএনপিকে দাঁড়াতেই দেয়নি পুলিশ
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: পেঁয়াজের দাম বাড়ার প্রতিবাদে নারায়ণগঞ্জে জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এসময় মহানগর বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমনকে আটক করে সদর থানা পুলিশ।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের গলিতে পেঁয়াজের দাম বাড়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করার সময় এ ঘটনা ঘটে। এসময় ১ মিনিটও দাঁড়াতে পারেনি বিএনপি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদ বলেন, আজ দেশের নিম্ন ও মধ্যবিত্ত মানুষের অনাহারে-অর্ধাহারে দিন কাটছে। তাই হাজারো কোটি মানুষের দাবি নিয়ে আমরা জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে আজকে রাস্তায় নেমেছিলাম। এটি সরকার পতনের কোনো কর্মসূচি নয়। জনদাবির কর্মসূচি নিয়ে আড়ৎদার, মজুতদার, কালোবাজারিদের হাত থেকে মুক্তির জন্য সরকারের কাছে দাবি তুলতে এসেছিলাম কিন্তু সরকারের পেটোয়া বাহিনী সেটিও আমাদের করতে দেয়নি। আমরা সব রক্তচক্ষু উপেক্ষা করে জনগণের দল হিসেবে জনদাবি আদায়ের লক্ষ্যে রাজপথে থাকবো।
সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হাই বলেন, জনসাধারণের চলাচলের পথে বিঘ্ন সৃষ্টি করে সমাবেশের চেষ্টা করায় তাদেরকে আমরা সরিয়ে দিয়েছি। এ সময় জননিরাপত্তা বিঘ্ন করার প্রস্তুতি নেওয়া একজনকে আটক করেছি।
জেলা বিএনপি’র সাধারন সম্পাদক মামুন মাহমুদের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি মনিরুল ইসলাম রবি, সহ-সাধারন সম্পাদক এম এ আকবর, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ রুহুল আমিন শিকদার, যুব- বিষয়ক সম্পাদক আশরাফুল হক রিপন, জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি, জেলা তাঁতী দলের সভাপতি শুকুর মাহামুদ, সাগর সিদ্দিক সহ আরও অনেকে ।