না’গঞ্জে তিন ডাকাতকে যাবজ্জীবন কারাদন্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে একটি ডাকাতি মামলার রায়ে তিন ডাকাতকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত ৫ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

 

সোমবার (১৮ নভেম্বর)  দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদালত) শেখ রাজিয়া সুলতানা এ রায় দেন।

 

রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি শাহজাহান ওরফে সাজু আদালতে উপস্থিত ছিলেন। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নন্দলালপুর এলাকার আপেল উদ্দিনের ছেলে। অপর দুই আসামি কবির হোসেন ও কাউসার মিয়া পলাতক রয়েছেন।

অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমিন আহমেদ প্রথম আলোকে বলেন, ১৯৯৯ সালের নারায়ণগঞ্জ সদর মডেল থানার করা এই ডাকাতির মামলায় মোট আসামি পাঁচজন। এর মধ্যে রাজ্জাক মিয়া ও মো.লসকর আলী নামের দুই আসামি মৃত্যুবরণ করেছেন।

 

উল্লেখ্য ১৯৯৯ সালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে ব্যারিকেড দিয়ে চালভর্তি একটি ট্রাক ডাকাতি করে। এ সময় সদর মডেল থানার টহল পুলিশ চালভর্তি ট্রাকটি ডাকাতদের কাছ থেকে উদ্ধার করে। ডাকাতির ঘটনায় তোতা মিয়া নামের এক ব্যক্তি বাদী হয়ে সদর মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেন।

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com