দেশের ক্রান্তিকালে তারেক রহমানকে খুব বেশি প্রয়োজন: বাবু
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম আহম্মেদ বাবু বলেছেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একমাত্র ব্যক্তি যিনিই পারেন আগামী দিনের বাংলাদেশকে সঠিক সময়ে সঠিক পথে নিয়ে যেতে। দেশের রাজনীতির এই ক্রান্তিকালে তারেক রহমানকে খুব বেশি প্রয়োজন।
প্রেসবাংলা২৪ডটকম-এ পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন মহানগর ছাত্রদলের এই নেতা।
বাবু বলেন, উল্টা রাজার উল্টা গল্প জানে বিশ্ববাসী, উল্টা তার পথ চলাচল রাষ্ট্রদ্রোহীরা আজ বেজায় খুশি। স্বৈরতান্ত্রিক রাষ্ট্রনীতি কায়েম করতে জালিম সরকার দেশের গণতন্ত্রকে জিম্মি করে ফেলেছে। স্বৈরাচারী দুঃশাসনকে দীর্ঘমেয়াদী করতে ভয়ঙ্কর বাকশাল মজলুম জনতার বাক স্বাধীনতাকে হরণ করেছে। ক্ষমতাকে কুক্ষিগত করতে বাংলাদেশের আইন আদালত এক কথায় বিচার বিভাগকে জিম্মি করেছে অবৈধ সরকার।
ইব্রাহিম আহমেদ বাবু বলেন, ভবিষ্যৎ প্রজন্মদের মানুষ খেকো হায়নাদের হাত থেকে বাঁচাতে সকল দেশপ্রেমী প্রতিবাদী সত্যের সময়ের সাহসী সন্তানদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
Like!! I blog quite often and I genuinely thank you for your information. The article has truly peaked my interest.