উকিলপাড়ায় সিঙ্গার শো-রুমে ‘হেলদি চিকেন’

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রান্না-বান্নার খুঁটিনাটি ও গৃহস্থালী পণ্য ব্যবহার নিয়ে নগরীর উকিলপাড়ায় সিঙ্গার শো-রুমে আয়োজন করা হয় ‘হেলদি চিকেন’।

 

সোমবার (১৮ নভেম্বর) সকালে অনুষ্ঠানটিতে মাইক্রোওয়েব ও ওয়াশিং মেশিন সহ অন্যান্য পণ্য ব্যবহারের উপর গৃহিনীদের প্রশিক্ষণ দেয়া হয়।

 

সিঙ্গারের এক্সিকিউটিব ব্রাঞ্চ ম্যানেজার মো: গোলাম কিবরিয়া জানান, গৃহিনীদের অনেকে এসব পণ্য ব্যবহারের বিষয়ে অবগত নন। না জানার কারণে এসব ইলেট্রনিক্স সামগ্রীর স্থায়ীত্বও নষ্ট করে ফেলেন অনেকে। তিনি আরও জানান, আজকের এই প্রশিক্ষণের ফলে গৃহিনীরা এসব পণ্য ব্যবহারের যেমন দক্ষ হবেন, তেমনি তাদের রান্না ঘরও হয়ে উঠবে স্বাস্থ্যকর।

 

 

 

অনুষ্ঠানে মাইক্রোওয়েবে বেশ কয়েকটি সুস্বাদু খাবার রান্না করে পরিবেশনও করা হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com