ত্রিভুজ প্রেমে খুন কিশোর মাওলা

 

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জে প্রেম সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মাওলা (১৬) নামে এক কিশোরকে তার তিন বন্ধু দিলে হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করেছে। নিখোঁজের ৩ দিন পর তার হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত নিহতের ৩ বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ।

 

গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি মতে শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্বাচল উপশহরের ১০ নং সেক্টরের একটি প্লটের ভিতর একটি ঝোপ থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত মাওলা উপজেলার ভোলাব ইউনিয়নের পাইস্কা এলাকার এখলাছ আলীর ছেলে।

 

রূপগঞ্জ থানার এসআই নাজিমউদ্দিন জানান, নিহত মাওলার সাথে তারাইল এলাকার স্থানীয় মাদ্রাসা শিক্ষার্থীর প্রেম ছিল। মাওলারই বন্ধু তারাইল এলাকার নাছিমও মাদ্রাসা শিক্ষার্থীকে ভালবাসতো। নাছিম মাদ্রাসা শিক্ষার্থীর জীবন থেকে মাওলাকে সরে যেতে হুমকি দেয়। এরই জের ধরে নাছিম ও তার সহযোগী বন্ধু সবুজ, কাউসারসহ কয়েকজন মিলে মাওলাকে হত্যার পরিকল্পনা করে। গত ১৩ নভেম্বর বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে অটোরিক্সা চালক মাওলাকে রিজার্ভ ট্রিপের কথা বলে একই এলাকার তার বন্ধু কাউসার ও সবুজ মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি থেকে অটোরিক্সাসহ তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে সে আর বাড়ি ফিরেনি।

 

বৃহস্পতিবার সন্ধ্যায় নিখোঁজের পিতা বাদী হয়ে রূপগঞ্জ থানায় সাধারন ডায়েরী করেন। পুলিশ তদন্ত করতে আধুনিক প্রযুক্তির সহায়তায় শণিবার সকালে নিখোঁজ মাওলার মোবাইল ফোনসহ কাঞ্চন পৌরসভার তারাইল এলাকার মানিকের ছেলে নাছিমকে গ্রেপ্তার করেন। তার দেয়া তথ্যমতে তার সহযোগী পাইস্কা এলাকার সানাউল্যার ছেলে কাউসার ও মান্নানের ছেলে সবুজকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের পর তাদের দেখানো মতে শনিবার দুপুরে পুলিশ পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের একটি প্লটের ঝোপের ভিতর থেকে হাত-পা বাঁধা অবস্থায় মাওলার লাশ উদ্ধার করেন।

 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, হত্যাকান্ডের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তরা হত্যার দায় স্বীকার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com