১০ হাজার সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি , প্রেসবাংলা২৪ডটকম:  নারায়ণগঞ্জ সদর উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণ কারী ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০ হাজার পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্দেগ্যে পরীক্ষার্থীদের মাঝে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার পরিষদের নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদা বারিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুল হক, উপজেলার পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ রায়, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সাবিনা নার্গিস প্রমুখ।

 

অনুষ্ঠানে ইউএনও নাহিদা বারিক বলেন, শিক্ষকরা হচ্ছেন মানুষ গড়ার কারিগর । তাই শিক্ষকরাই সমাজে সবচেয়ে বেশি সম্মান পায়। শিক্ষকের মর্যাদা একজন শিক্ষার্থীর কাছে অনেক বেশি ।  আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন ভাল ভাবে লেখাপড়া করে আগামীতে বড় ধরনের কিছু হতে পারে সেই চিন্তা করে লেখাপড়া করাতে হবে। শিক্ষার্থীদের প্রতি তাদের বাবা-মায়ের পাশাপাশি শিক্ষকদের ও যত্নবান হতে হবে। তাদেরকে যেন লেখাপড়ার জন্য অতিরিক্ত চাপ সৃষ্টি না করা হয়। তাদেরকে বেশি চাপ দিলে ভালোর চেয়ে খারাপ দিকটা বেশি হতে পারে। তাই তাদের আদর সোহাগ দিয়ে এবং উৎসাহ দিয়ে লেখাপড়া করাতে হবে।

 

শিক্ষার্থীদের প্রতি উদ্দেশ্য করে নাহিদা বারিক বলেন, ভাল ভাবে লেখাপড়া করে বাবা মায়ের মুখ উজ্জল করতে হবে, শিক্ষকদের এবং দেশের মুখ উজ্জল করতে হবে। আজকের শিক্ষার্থীদের মধ্যে থেকে তৈরি হবে শিক্ষক, রাজনীতিবিদ, পাইলট, চিকিৎসক, ম্যাজিস্ট্রেট, প্রকৌশলী ও সরকারি কর্মকর্তা।

 

তিনি আরো বলেন, শিক্ষকদের প্রতি আমার অনুরোধ থাকবে তারা যেন স্কুলে শিক্ষার্থীদের পুথিগত শিক্ষা ছাড়া  নৈতিক শিক্ষা দেন। বর্তমান সমাজে আমাদের বাচ্চারা কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে। সেদিকে লক্ষ্য রেখে শিক্ষার্থীদের সেভাবে বুজাতে হবে। তাদেরকে সঠিক পথ দেখাতে হবে ।

 

উল্লেখ্য , আগামী ১৭ নভেম্বর থেকে সারাদেশে একযোগে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com