পাইকপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পিএসপি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর পাইকপাড়ায় ১৭নং নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ে পিএসপি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল করিম বাবু।
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আরিফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মুক্তিযোদ্ধা বদরুজ্জামান, আব্দুল কাদের, আলহাজ¦ মাহবুব হোসেন সোহেল, তোজাম্মেল হক তুতন, গাউছিয়া কামাল, মোয়াজ্জেম হোসেন, রেনু হক, গোলাপী বেগম প্রমুখ।
অনুষ্ঠানে আব্দুল করিম বাবু বলেন, প্রাথমিক শিক্ষাজীবনের পাঁচ বছর শিক্ষাশেষে প্রথম পরীক্ষায় অবর্তীণ হচ্ছো। এই পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলে তোমাদের ভবিষ্যতের সিড়ি তৈরি হবে।
এর আগে সকল পরীক্ষাদের সাফল্য কামনা করে দোয়া করা হয়।