নিপু’র নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  নারায়ণগঞ্জে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে  জেলা যুবলীগ নেতা এহসানুল হাসান নিপু’র নেতৃত্বে  ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুবলীগের নেতাকর্মীরা। এসময় ফতুল্লা থেকে আবু মোহাম্মদ শরিফুল হক এর নেতৃত্বে যুবলীগের নেতা কর্মীরা ও যোগ দেন অনুষ্ঠানে ।

 

সোমবার (১১ নভেম্বর)  সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ মনির স্লোগানে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালি যোগে ২নং রেলগেইটস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অপর্ণ করা হয়।

 

জেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে জেলা মহানগর যুবলীগ পরিচালিত হচ্ছে, আগামীতেও হবে। সরকারের উন্নয়নের বার্তাগুলো মানুষের মাঝে তুলে ধরবে যুবলীগ। সেই নেতৃত্ব নিয়ে আগামী দিনে এমপি শামীম ওসমানের নিদের্শনায় জেলা যুবলীগ এগিয়ে যাবে।

 

 

পরে আওয়ামীলীগ কার্যালয়ের ভেতরে আলোচনা সভা ও কেক কাটা হয়।

 

এ সময় উপস্থিত ছিলে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা মামুন আহমেদ ইমন, জানে আলম বিপ্লব, আবু মোহাম্মদ শরিফুল হক ও সানোয়ার হোসেন জুয়েল, এম এ মান্নান সহ অন্যান্য নেতৃবৃন্দরা।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com