কাশীপুরে যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম:  বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফতুল্লার কাশীপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে কেক কেটে আলোচনার মধ্য দিয়ে দিবসটি উৎযাপন করেছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধা ৭ টার দিকে কাশিপুর খিলমার্কেটস্থ  ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফ উল্লাহর বাড়িতে এই উৎযাপন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কাশিপুর ইউনিয়ন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আনিছুর রহমান শ্যামলের সভাপতিত্বে  প্রধান অতিথি  ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল এর উপস্থিতিতে এই অনুষ্ঠানে যুবলীগ নেতাকর্মীদের মিলন মেলায় পরিনত হয়। এই সময় সাইফ উল্লাহ বাদলকে ঘিরে নেতা কর্মীদের মধ্যে আনন্দ উৎসাহ উৎফুল্ল দেখা যায় ।
অনুষ্ঠানে সাইফউল্লাহ বাদল বলেন, আওয়ামীলীগের হ্নদপিন্ড হলো যুবলীগ। আন্দোলন সংগ্রামে সারা দেশে যুবলীগের ভুমিকা ছিলো নজিরবিহীন। সেই যুবলীগ যেন সব সময় জাগ্রত থাকে সেই প্রত্যাশা করছি। নারায়ণগঞ্জ তথা ফতুল্লাসহ কাশিপুর ইউনিয়ন যুবলীগ শক্তিশালী হয়ে ওঠে এবং তারা যেন ঐক্যবদ্ধ হয়ে শামীম ওসমানের হাতকে শক্তিশালী করে সেই কামনা করছি।
তিনি আরও বলেন,  আওয়ামীলীগের হ্নদপিন্ড হিসাবে প্রতিষ্ঠিত করতে হলে যুবলীগকে আরো শক্তিশালী হতে হবে। আর যুবলীগকে করতে হলে দলের হয়ে কাজ করতে হবে। সামনে যুবলীগের কমিটিতে মাদক ব্যবসা মাস্তানদের কমিটিতে স্থান না দেয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) এমএ সাত্তার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, হুমায়ন কবির রতন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানউল হক নিপু, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশিপুর ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়তউল্লাহ বাবু, আওয়ামীলীগ নেতা সরদার সালাউদ্দিন, কাশিপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক শামীম আহম্মেদ, যুগ্ন সম্পাদক এমদাদুল হক খোকা, আওয়ামীলীগ নেতা বদর উদ্দিন বদু, যুবলীগ নেতা শাহীন, জাহাঙ্গীর আলম, লীগ নেতা নাজমুল হাসান সাজন প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com