না’গঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাসুম বিল্লাহ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আকতার, তোলারাম কলেজের অধ্যক্ষ বেলা রানী সিংহ, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদি ইমরান সিদ্দিকী, র্যাব-১১ এর কালিরবাজার ক্যাম্পের ইনচার্জ সিনিয়র এএসপি মোস্তাফিজুর রহমান প্রমুখ।
সভায় পাবলিক পরীক্ষার ফরম পূরণ বাবদ অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না মর্মে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জেলার আইন শৃঙ্খলার পরিস্থতি আরো উন্নতি দরকার বলে বক্তারা মতামত রাখেন। এই জন্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে কার্যক্রম গ্রহণে তাগিদ দেয়া হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, বন্দর উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ, আড়াইহাজার উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা শুক্লা সরকার, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হোসেন প্রমুখ।