প্রতিষ্ঠাবার্ষিকী পালনে প্রস্তুত জেলা ও মহানগর যুবলীগ
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সোমবার (১১ নভেম্বর) ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নানা আয়োজনের উদ্যোগ নিয়েছে জেলা ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ।
১৯৭২ সালের ১১ নভেম্বর দেশের প্রথম ও সর্ববৃহৎ এ যুব সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শেখ ফজলুল হক মনি সংগঠনটি প্রতিষ্ঠা করেন। প্রতি বছর নানা আয়োজনে দিনটি পালন করে যুবলীগ।
সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে যুবলীগের নেতাকর্মীরা। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে রয়েছে- আনন্দ র্যালী, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা।
জানা গেছে, প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কেটে উদযাপন করবে জেলা যুবলীগের নেতৃবৃন্দ। প্রথমে শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় অবস্থিত জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করবে জেলা যুবলীগ। পরে কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এছাড়া বিভিন্ন থানা ও উপজেলা পর্যায়ে ভিন্ন ভিন্ন আয়োজন করা হয়েছে।
অন্যদিকে মহানগর যুবলীগ নগরীর প্রাণকেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারের সামনে থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আনন্দ র্যালী বের করবে। র্যালী দুই নম্বর রেলগেইট এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হবে। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করবেন নেতৃবৃন্দ। পরে কার্যালয়ের ভেতরে আলোচনা সভা ও শেষে কেক কেটে দিনটি উদযাপন করা হবে। এছাড়া মহানগর কমিটির আওতাধীন ওয়ার্ডগুলোতেও রয়েছে নানা আয়োজন।
আয়োজনের বিষয়ে জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির বলেন, সকালে আলোচনা সভা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন, কেক কাটা ও দোয়ার আয়োজন করা হয়েছে। আওয়ামী লীগের অফিসে এসব আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় শুরু হবে এ আয়োজন।
এদিকে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু জানান, সকাল সাড়ে ৯টায় চাষাঢ়া শহীদ মিনারের সামনে থেকে র্যালী বের হবে। পরে র্যালী নিয়ে পার্টি অফিসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা হবে। পরে আলোচনা সভা ও শেষে কেক কাটা হবে।