নয়ামাটিতে দু’টি হোসিয়ারীতে আগুন
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর নয়ামাটি এলাকায় দু’টি হোসিয়ারি কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মন্ডলপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের প্রায় ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার (১০ নভেম্বর) নগরীর নয়ামাটি এলাকার কাইয়ুম ও শরিফ ম্যানশনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় ভবনের বাদল হোসেয়ারি, আল মদিনা হোসেয়ারির গোডাউন পুড়ে যায়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী উপ পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, সকাল সাড়ে ৭টায় আমরা খবর পাই নয়ামাটিতে আগুন লেগেছে। প্রাথমিকভাবে ৩০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এ সময় আমাদের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে বিপুল পরিমান গেঞ্জি ও থান কাপড় পুড়ে গেছে। এ কারণে ধোয়াও ছিল বেশি।