দুর্ঘটনায় নিহত শিক্ষিকার মেয়ের মেডিক্যাল পরীক্ষা দেয়া হলো না
নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা ২৪ডটকম: অটোরিক্সার ধাক্কায় নিহত স্কুল শিক্ষিকার মেয়ে সুমাইয়া ফারহা তিথির মেডিক্যালের ১ম বর্ষের পরীক্ষা ছিল আজ শনিবার (৯ নভেম্বর)। কিন্তু তার মায়ের মৃত্যুর শোক তাকে পরীক্ষা দেওয়ার মতো সাহস বা শক্তি জোগাতে পারেনি। শেষ পর্যন্ত আর পরীক্ষা দেওয়া হলো না সুমাইয়ার ।
সূত্র মতে জানা যায়, শুক্রবার সন্ধায় পঞ্চবটি টু চাষাঢ়া রোডে পুলিশ লাইনসের সামনে পুলিশ লাইনস্ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মাহমুদা বেগম আটোরিকশার ধাক্কায় নিহত হন । এই ঘটনায় তার পরিবারে নেমে আসে শোক । তার দুটিই কন্যা সন্তান। বড় কন্যা সুমাইয়া ফারহা তিথি এবং ছোট কন্যা লাবিবা তাহসীন । সুমাইয়া ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ প্রথম বিভাগের ছাত্রী ও ছোট মেয়ে লাবিবা তাহসীন নারায়ণগঞ্জ গভমেন্ট গার্লস স্কুলের ৭ম শ্রেণির ছাত্রী ।
এদিকে এঘটনায় শনিবার ৯নভেম্বর দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাহিদা বারিক এই শোকার্ত পরিবারকে সমবেদনা জানাতে হাজির হন। এসময় তিনি নিহত শিক্ষিকার দুই মেয়েকে জড়িয়ে ধরে সান্তনা দেন এবং তাদের পাশে জেলা প্রশাসন আছে বলে আশ^স্ত করেন। তিনি শোকার্ত পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করেন ।
নাহিদা বারিক বলেন, অটো রিকশার বিরুদ্ধে আইগত দিক বিবেচনা করে ব্যবস্থা নেয়া হবে। অটো রিকশাগুলোর কোন বৈধতা নেই , এ বিষয়ে আমরা পর্যালোচনা করে ব্যবস্থা নেব ।