ঘূর্ণিঝড় ‘বুলবুল’: শনিবার জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে সারা দেশে আগামীকাল শনিবার অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

 

শুক্রবার (৮নভেম্বর) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এ তথ্য জানিয়েছেন।

 

মু. জিয়াউল হক জানান, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারণে শনিবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত হওয়া জেএসসি পরীক্ষাটি আগামী ১২ নভেম্বর ও জেডিসি পরীক্ষা ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে।

 

উল্লেখ্য ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর কারনে ৭নং সতর্কতা সংকেত দেখানো হয়েছে । ধারনা করা হচ্ছে এটি শনিবার অথবা রবিবার উপকুলে আঘাত হানতে পারে ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com