খেলাধুলায় কাশীপুরের আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: সাইফ উল্লাহ বাদল

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: খেলাধুলায় কাশীপুরের আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে উল্লেখ করে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল বলেছেন, মাদক ও অপরাধ কর্মকাণ্ড থেকে বিরত রাখতে হলে প্রতিটি এলাকায় খেলাধুলার আয়োজন করতে হবে। খেলাধুলা মানুষের মনে যেমন আনন্দ দেয় তেমনি এলাকায় অপরাধ কমে। তাই অপরাধ দুর করতে হলে খেলাধুলার আয়োজনের বিকল্প নাই। খেলাধুলার করলে যুব সমাজের মধ্যে ঐক্য তৈরি হয়। আমি চাই কাশীপুর আগের ঐতিহ্য ফিরে আসুক, সারাদেশে কাশীপুরের সুনাম ছড়িয়ে পড়ুক।

 

শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে কাশীপুর প্রাইমারী স্কুল মাঠে কাশীপুর ক্লাবের উদ্যোগে চেয়ারম্যান গোল্ড ক্লাব ফুটবল টুর্নামেন্টের উদ্বোধণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক ব্যবসায়ীদের হুশিয়ার করে সাইফউল্লাহ বাদল বলেন, যারা মাদকের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে বলতে চাই মাদক ব্যবসা করে কাশীপুরের মাটিতে শান্তিতে থাকতে পারবে না। এখনো সময় আছে মাদক ব্যবসা ছেড়ে সঠিক পথে ফিরে আসুক। মাদক ব্যবসা না করে রিকশা চালিয়ে যেই টাকা উপার্জন করবে সেটা যদি তাদের স্ত্রী সন্তানকে খাওয়ানো হয় তার আনন্দের আর কিছু নেই। কিন্তু যারা মাদক ব্যবসা করে মাদকের টাকা দিয়ে স্ত্রী সন্তানকে বরণপোষন করে তার বড় খারাপ কিছু হতে পারে না। এটা তাদের সন্তানের জন্য অভিশপ্ত জীবন বলে আমি মনে করছি।

অনুষ্ঠানে কাশীপুর ক্লাবের সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী, কাশীপুর ক্লাবের উপদেষ্টা জসিম উদ্দিন আহম্মেদ রবি প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন-কাশীপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত সদস্য মরিয়ম আক্তার, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশীপুর ক্লাবের সাধারণ সম্পাদক রিসান আহম্মেদ তুরাজ, শহিদুল্লাহ স্বপন, ইমরান হোসেন ইমু, শাওন শিকদার প্রমুখ।

 

উদ্বোধনী খেলায় কাশীপুর এএনএস নেটওয়ার্ককে ৪-০ গোলে পারজিত করে কাশীপুর হাটখোলা যুব সমাজ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com