কুতুবপুরে গোলাম সারোয়ার স্মরণে দোয়া ও সভা

 

ফতুল্লা প্র‌তি‌নি‌ধি, প্রেসবাংলা২৪ডটকম: কুতুবপুরে প্রয়াত আওয়ামী লীগ নেতা গোলাম সা‌রোয়ার এর ৪র্থ মৃত্যু বা‌র্ষিকী উপল‌ক্ষে মিলাদ মাহ‌ফিল দোয়া ও সভা অনু‌ষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৮ নভেম্বর) বাদ আসর ইউনিয়নের লাকীবাজারে ওয়ার্ড যুবলীগ এ দোয়া ও আলোচনা সভার আয়োজন করে।

 

কুতুবপুর ইউ‌নিয়ন যুবলীগ নেতা মোঃ সো‌হেল আহম্মেদের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন প্রয়াত গোলাম সা‌রোয়া‌রের ছোট ভাই নারায়ণগঞ্জ মহানগর যুবলী‌গের সভাপ‌তি শাহাদাৎ হো‌সেন ভুইয়া সাজনু।

 

এছাড়াও ‌বি‌শেষ অ‌তি‌থি ছি‌লেন-কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোঃ কলিম উল্লাহ, কুতুবপুর ৯নং ওয়ার্ড অাওয়ামী লীগ সভাপতি মীর মজিবুর রহমান, কুতুবপুর ইউনিয়ন ৯নং ওয়ার্ড এর সাবেক মেম্বার অাহসানউল্লাহ, অাওয়ামী লীগ নেতা সেলিম মিয়াজি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপ‌তি অা‌রিফ হো‌সেন, সা‌বেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান নান্নু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি টিপু সুলতান ।

 

সভায় বক্তারা বলেন, আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ ছিলেন গোলাম সারোয়ার। দলের দুঃসময়ে তার ভূমিকা চিরস্মরনীয়। দলের পাশাপাশি ‌একেএম শামীম ওসমানের আদর্শ রাজনীতির একজন অকুতোভয় সৈনিক ছিলেন তিনি।

শাহাদাৎ হো‌সেন ভুইয়া সাজনু ব‌লেন- নারায়ণগঞ্জ-৪ আসনের উন্নয়‌নের রূপকার এমপি শামীম ওসমানের আদর্শ ছাত্র প্রয়াত গোলাম সারোয়ার তার জীবদ্দশায় মানুষকে শিখিয়ে দিয়েছেন কিভা‌বে মানুষকে ভালোবাসতে হয়। মানুষ দুনিয়াতে আসে অর্থ ইনকামের জন্যে, আর গোলাম সারোয়ার দুনিয়াতে এসেছিলেন, মানুষকে ভালোবাসার জন্যে।

 

কুতুবপুর ইউ‌নিয়‌ন যুবলীগ নেতা হারুন অর র‌শিদ সাগ‌রের সঞ্চালনায় অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় ছি‌লেন ৯ নং ওয়ার্ড যুবলীগ নেতা মোঃ শাহজাহান, কাওছার, নজরুল, ফারুক, মিন্টু, রুহুল আমিন শাকিল, সোহেল, রাসেল, রাজু, সোহেল, সুমন, শাওন, রনি, আরমান রাব্বি ও কুতুবপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা মাহাবুব আলম সুমন প্রমুখ।

 

One thought on “কুতুবপুরে গোলাম সারোয়ার স্মরণে দোয়া ও সভা

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com