এবার জেলা পুলিশের ‘মুখপত্র’ সাজ্জাদ রুমন বদলী

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ এসপি হারুনের পর এবার বদলী করা হলো নারায়ণগঞ্জ জেলা পুলিশের মুখপত্র ডিআই-২ সাজ্জাদ রুমনকে। পরিদর্শক (আইসিপি) হিসেবে তাকে বদলী করা হয়ছে।

 

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধায় জেলা পুলিশ তাকে এই বদলীর আদেশ দেন।

 

নারায়ণগঞ্জ জেলা বিশেষ শাখার একজন কর্মকর্তা জানান, জনস্বার্থে সাজ্জাদ রুমনকে বদলী করা হয়েছে। তাঁর স্থলে দায়িত্ব দেওয়া হয়েছে শফিউল আজমকে ।

এর আগে সাজ্জাদ রুমন নারায়ণগঞ্জ সদর মডেল থানা ও রূপগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হিসেবে চাকরি করেছেন। গত বছর ২ ডিসেম্বর পুলিশ সুপার হারুণ অর রশিদ নারায়ণগঞ্জে যোগ দেয়ার পরে তাকে জেলা পুলিশে মুখপত্র করা হয়। বর্তমানে তিনি তার স্ত্রীর চিকিৎসা করার জন্য ভারতে অবস্থান করছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com