শ্রমিক লীগের সম্মেলন: ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের ব্যাপক প্রস্তুতি
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জাতীয় শ্রমিক লীগের আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে ফতুল্লায় শ্রমিক লীগের অর্ন্তভূক্ত সংগঠন-ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। এ লক্ষ্যে সংগঠনটি তাদের ৬টি ইউনিটেই প্রস্তুতি সভা সম্পন্ন করেছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ফতুল্লার ধর্মগঞ্জে ইমরাত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অফিসে ইউনিটগুলোর সবশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সংগঠনের নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেন সংগঠনের জেলা কমিটির সভাপতি গোলাম কিবরিয়া সাত্তার।
ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সর্ম্পকে তিনি প্রেসবাংলা২৪ডটকম’কে বলেন, জাতীয় শ্রমিক লীগের সম্মেলনকে সামনে রেখে আমাদের এ সংগঠনের ৬টি ইউনিটে প্রস্তুতি সভা করা হয়েছে। আশা করছি রাজধানীতে শ্রমিক লীগের সম্মেলনে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন তাদের সক্ষমতা প্রমাণে সচেষ্ট হবে।
প্রসঙ্গত আগামী ৯ নভেম্বর রাজধানী সোহরাওয়াদী উদ্যানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন জাতীয় শ্রমিক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।