তবুও প্রশংসা, ফুলে সজ্জিত গাড়িতে বিদায়!
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আলোচিত-সমালোচিত পুলিশ সুপার হারুণ অর রশীদের বিদায়ও আলোচিত। দুই দফা বিদায় সংবর্ধনা ও ফুলে সজ্জিত গাড়িতে কর্মস্থল ছেড়েছেন আলোচিত এই পুলিশ সুপার। বিদায় সবংর্ধনায় প্রশংসাও জুটেছে তাঁর।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) জেলা পুলিশ লাইন্সে দেয়া পুলিশের বিদায় সংবর্ধনায় জেলা প্রশাসক ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসপি হারুণের প্রশংসাসূচক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বলেছেন, বিদায় সবসময় সবার জন্য কষ্টদায়ক। আমার জন্য একটু বেশি কষ্টের। কষ্ট এ কারণে বন্ধু চলে যাচ্ছে। তবে হারুন একজনই জন্মায়। খুব কম হারুনই জন্মাইছে। তার যেটা ভালো দিক সেটা আমরা কাজে লাগাবো। যদি তার কোন ভুল থাকে সেগুলো আমরা ক্ষমা করে দেবো।
জেলা প্রশাসক আরও বলেন, আমার এই বন্ধুকে যদি ভালোবেসে থাকেন, শ্রদ্ধা করে থাকেন তাহলে সে যেসব ভালো ভালো কাজের পদক্ষেপ নিয়েছে সেগুলো আপনারা ধরে রাখবেন। আর এ ব্যাপারে আমার কাছ থেকে যেকোন প্রকারের সহযোগিতা পাবেন।
একই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম বলেন, মাদক-সন্ত্রাস-চাঁদাবাজদের বিরুদ্ধে এসপি হারুন যে ভূমিকা রেখেছেন তা চিরদিন মনে রাখবে নারায়ণগঞ্জবাসী। জেলাবাসী কখনো ভুলবে না। সাহসিকতার কারণেই আপনি আমাদের মনে ঠাঁই করে নিয়েছেন।
মাসুম বলেন, নারায়ণগঞ্জ পুলিশে একটা পরিবর্তন এনেছিলেন এসপি হারুন। নারায়ণগঞ্জবাসীর বরাবরই চাওয়া ছিল একটি শান্তিময় নারায়ণগঞ্জ। তিনি সেটা করতে পেরেছিলেন। তাই বলবো, উনি চলে যাচ্ছেন, কিন্তু আরও যারা আছেন তারাও তার নীতি অনুসরণ করুন। তার মতো সাহসী হোন।
জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত বিদায়ী সংবর্ধনায় অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন, র্যাব-১১ এর সিইও কর্ণেল কাজী শামসের উদ্দিন, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, নূরে আলম, সুবাস সাহা প্রমুখ।
আলোচিত এই পুলিশ সুপার ২০১৮সালের ২ ডিসেম্বর নারায়ণগঞ্জে যোগ দেন। যোগ দেয়ার কিছু দিনের মধ্যে সন্ত্রাস ও মাদকবিরোধী নানা অভিযানের মধ্য দিয়ে আলোচিত হয়ে উঠেন তিনি। বিশেষ করে নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে এসব অভিযান নিয়ে একটি দূরত্ব তৈরি হয়। গত ৪ নভেম্বর তাকে পারটেক্স গ্রুপের পরিচালকের কাছ থেকে চাঁদা দাবির অভিযোগের প্রেক্ষিতে নারায়ণগঞ্জ থেকে বদলী করা হয়।