আড়াইহাজারে ৩৫৬ বস্তা সরকারী চাল সহ পিতা-পুত্র গ্রেফতার

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে সরকারী ৩৫৬ বস্তা চাল, চাল বিক্রির টাকা সহ চাল ব্যবসায়ী পিতা পুত্রকে গ্রেফতার করেছে ভ্রাম্যমান আদালত।
৬ নভেম্বর বুধবার সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট উজ্জ্বল হোসেনের ভ্রাম্যমান আদালত উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তির বাজারে অভিযান চালিয়ে এ সরকারী চাল উদ্ধার করেন। নির্বাহী ম্যাজিষ্ট্যাট উজ্জ্বল হোসেন ও পুলিশের উপপরিদর্শক আতাউর রহমান সহ পুলিশের একটি টিম এ অভিযানের সময় দেখতে পান ঐ বাজারের চাউল ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম,তার ছেলে ছগির হোসেন সহ বেশ কয়েকজন মিলে সরকারী খাদ্য বান্ধব কর্মসূচী লেখা ১০ টাকা কেজির চাউলের বস্তা খুলে চাল অন্য বস্তায় ভরছে। ঐ সময় ভ্রাম্যমান আদালত দোকান থেকে সরকারী খাদ্য বান্ধব কর্মসূচী লেখা ৩৫৬ বস্তা চাউল,চার শতাধিক খালি বস্তা,সরকারী চাউল বিক্রি করা ২লক্ষ ৫০ হাজার নগদ টাকা সহ হাজী নুরুল ইসলাম (৭০) ও তার ছেলে ছগির হোসেন(২৮) কে আটক করে এবং ভ্রাম্যমান আদালত চাউলের দোকানটি চাউল সহ সিলগালা করেন।
স্থানীয় লোকজন জানান, হাজী নুরুল ইসলাম সরকার দলীয় প্রভাবশালী লোক হওয়ায় সে দীর্ঘদিন যাবৎ শতশত বস্তা সরকারী চাল এনে বস্তা পাল্টিয়ে বিভিন্ন বাজারে পাইকারী বিক্রি করে থাকে। তবে আটককৃত হাজী নুরুল ইসলাম জানান,সোনারগা উপজেলার চেঙ্গারকান্দী এলাকার বিল্লাল হোসেনের কাছ থেকে কম দামে তিনি এ চাউল কিনেছেন। আটককৃত হাজী নুরুল ইসলাম স্থানীয় আওয়ামীলীগের নেতা ও উপজেলার বাড়ৈপাড়া এলাকার কামিজউদ্দিনের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্যাট উজ্জ্বল হোসেন জানান,স্থানীয় পর্যায়ে অভিযোগ পেয়ে সরকারী চাউল উদ্ধারে এ অভিযান চালানো হয়েছে। তবে আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত একটি প্রভাবশালী মহল আটককৃতদের থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেস্টা করছেন বলে জানাগেছে। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান,উপজেলা খাদ্য কর্মকর্তা আটককৃতদের বিরুদ্ধে থানায় অভিযোগ দেওয়ার কথা।