‘মতিঝিল নয়, হাতিরঝিল চাই’

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ইট-পাথরের নারায়ণগঞ্জ শহরে স্বস্তিতে নিঃশ্বাস নেওয়ার কোন জায়গা নেই। নারায়ণগঞ্জবাসী মতিঝিল নয় হাতিরঝিল চায়। স্বস্তিতে একটু নিঃশ্বাস নিতে চায়।
নগরীর শেখ রাসেল পার্ক রক্ষা, ঐতিহাসিক হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গকে সংস্কার করে পর্যটন কেন্দ্র করার দাবিতে গণঅনশন ও অবস্থান ধর্মঘট কর্মসূচিতে এমনটাই বলছিলেন বক্তারা।
বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় নগরীর আলী আহম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন আমরা নারায়ণগঞ্জবাসী সংগঠনের সভাপতি হাজী নূরউদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সাবেক সভাপতি এড. মাহবুবুর রহমান ঈসমাইল, নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক, সম্পাদক মন্ডলীর সদস্য জাহাঙ্গীর গোলক খোকন, সচেতন নাগরিক সমাজের সভাপতি বদরুল হক, সম্পাদক মন্ডলীর সদস্য সফিকুল ইসলাম খান, সহ সভাপতি ডা. মোসাদ্দেক, যুগ্ম সম্পাদক মাহমুদ হোসেন, সম্পাদক মন্ডলির সদস্য আবুল সরকার, কোষাধ্যক্ষ আজিজুল আল আরমান প্রমুখ।
নূরউদ্দিন আহম্মেদ বলেন, শেখ রাসেল পার্কের জমি নারায়ণগঞ্জবাসীর। জনগণের সম্পত্তিতে কোনো ব্যবসা বাণিজ্য হবে না। জনগণের স্বার্থে ব্যবহার হবে। নারায়ণগঞ্জ থেকে হাজার হাজার কোটি টাকা কর হিসেবে সরকারের কোষাগারে যায় কিন্তু আমাদের বিনোদনের কোনো কিছুই নাই। নি:শ্বাস নেওয়ার জায়গা পর্যন্ত নাই। নারায়নগঞ্জবাসীর দাবির প্রেক্ষিতে নাসিক যে পার্ক নির্মাণ করছে আমরা তা চলমান রাখার দাবি জানাচ্ছি।
নগরীর হাজীগঞ্জ ও সোনাকান্দা দুর্গ দু’টিকে পর্যটন কেন্দ্রে পরিণত করারও দাবি জানান তিনি।
নাসির উদ্দিন মন্টু বলেন, একটি কুচক্রী মহল শেখ রাসেল পার্ক হতে দিতে চায় না। এর জন্য তারা ষড়যন্ত্র করে যাচ্ছে। নারায়ণগঞ্জের মানুষ মতিঝিল চায় না; নারায়ণগঞ্জের মানুষ হাতিরঝিল চায়। একটু নিঃশ্বাস নিতে চায়।
এবি সিদ্দিক বলেন, বঙ্গবন্ধু সড়কে সকাল থেকে রাত পর্যন্ত যানজট লেগেই থাকে। এর মূল কারণ ঢাকা-নারায়ণগঞ্জ পুরান সড়কে অবস্থিত ডাকবাংলো আর পুলিশ ফাঁড়ি। এই স্থাপনা দুটি সড়কের অনেকটা জায়গা দখল করে রেখেছে। শহরের যানজট সমস্যা সামাধনের জন্য আমরা জেলা প্রশাসন, পুলিশ, সিটি কর্পোরেশনকে বারবার বাসার জন্য অনুরোধ করেছি। কিন্তু কেউ এ বিষয়ে বসেনি, এমনকি ব্যবস্থাও গ্রহণ করেনি।