বক্তাবলীতে ইয়াবাসহ মরা মোক্তার গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার বক্তাবলীতে ৩শ’ পিস ইয়াবাসহ মোক্তার হোসেন ওরফে মরা মোক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৬ নভেম্বর) দুপুরে বক্তাবলীর নবীনগর পূর্বপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোক্তার হোসেন নবীনগর পূর্বপাড়ার মৃত নুরু মিয়া ফকিরের ছেলে।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজেদ মিয়া জানান, মোক্তার হোসেন ওরফে মরা মোক্তার এলাকার চিহিৃত মাদক বিক্রেতা। দীর্ঘদিন ধরে এলাকায় সে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।