চাষাড়ায় অটোরিক্সা চালক ইউনিয়নের নামে রিপন সরদারের চাঁদাবাজি

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ অটোরিক্সা চালক ইউনিয়ন (রেজি নং ঢাকা-৩৫৬১) এর নাম ভাঙ্গিয়ে রিপন সরদার ওরফে টয়লেট রিপন বেপরোয়া চাঁদাবাজিতে নেমেছে। পুলিশ সুপার হারুণ অর রশীদের সময়ে কিছুটা আত্মগোপনে থাকলেও গত কয়েকদিন ধরে ফের বীরদর্পে মাঠে নেমেছে।

 

এদিকে এর আগে গত ১৩ অক্টোবর রিপন সরদারের এই অপকর্মের দায় সংগঠন নিবে না-এই মর্মে বিভিন্ন দপ্তরে আবেদনও করা হয় অটোরিক্সা চালক ইউনিয়নের (রেজি নং ঢাকা-৩৫৬১) পক্ষে। আবেদনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ারও অনুরোধ করা হয়।

 

স্থানীয়দের দেয়া তথ্যমতে, বিএনপি-জামাত জোট আমলে চাষাঢ়া বালুর মাঠ টেক্সি ষ্টান্ডে চাঁদা তুলতো বিএনপি ক্যাডার মমিন উল্লাহ ডেভিডের ঘনিষ্ঠ মাহমুদ। পরে মাহমুদের পক্ষ হয়ে রিপন সরদার শহীদ মিনারের পিছনের টয়লেটে চাঁদা তোলার সুযোগ পায়। এরপর সে হয়ে যায় টয়লেট রিপন।

 

এদিকে রিপন গং আসগর আলী ফিলিং ষ্টেশনের সামনে অবৈধভাবে প্রায় ৩/৪শ’ সিএনজি চালকের কাছ থেকে প্রতিদিন ১১০ টাকা এবং গাড়ির মালিক হতে অফিস মাসিক বাবদ ৫০০ টাকা চাঁদা আদায় করছে। এছাড়া মহিলা কলেজ সংলগ্ন নতুন রাস্তার মোড়ে প্রায় আড়াই শতাধিক গাড়ি হতেও একই চাঁদা আদায় করছে।

 

নারায়ণগঞ্জের প্রশাসনের বিভিন্ন দপ্তরে সংগঠনের আবেদন সূত্রে জানা গেছে, গত ৩০/১১/১২ ইং তারিখে গোপন ব্যালটে কার্যনিবার্হী কমিটির নির্বাচনে সভাপতি পদে মোঃ সেলিম ও সাধারণ সম্পাদক মোঃ জুলহাস উদ্দিন নির্বাচিত হন। নির্বাচনের কিছু দিন পর রিপন সরদার ও আলাউদ্দিন পাঠান গং নিজেদের মূল কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দাবী করে এবং অবৈধভাবে কমিটির কাজ কর্ম শুরু করে। কেন্দ্রীয় কমিটি হতে তাদেরদে চিঠি দিয়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিলেও তা মানেনি রিপন। পরে নির্বাচিত কেন্দ্রীয় কমিটি ঢাকাস্থ ৩য় শ্রম আদালত ঢাকা বিএলএ মামলা নং ২৬৪/১৪ দায়ের করেন।

 

এর আগেও অটো রিক্সা চালক শ্রমিকরা টয়লেট রিপনের চাঁদাবজির বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অভিযোগ দায়ের করলেও কোন ফায়দা হয়নি।

 

এ বিষয়ে কথা বলার জন্য রিপন সরদারের মোবাইলে বেশ কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com