আনসারুল্লাহ বাংলা টিমের ইসহাক খাঁনকে ৩ দিনের রিমান্ড
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সক্রিয় সদস্য মাওলানা মো. ইসহাক খাঁনকে ৩ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।
বুধবার (৬ নভেম্বর) সকালে ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসিনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডপ্রাপ্ত আসামি মাওলানা মো. ইসহাক খাঁন মানিকগঞ্জ জেলার ইরতা কাশিমপুর গ্রামের মাওলানা আব্দুর রহমান খাঁনের ছেলে। রিমান্ড মঞ্জুরের সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল হাই। তিনি বলেন, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য মাওলানা মো. ইসহাক খাঁনকে পুলিশ ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ জানুয়ারি রূপগঞ্জ থানাধীন জিন্দা পার্ক এলাকায় আসামী মাওলানা মো. ইসহাক খাঁনসহ আরও ২৫-২৬ জন মিলে গোপন বৈঠক করছিল। ঐ সময় গোপন বৈঠকে মাওলানা মো. ইসহাক খাঁন দেশ ও বিদেশ হতে সংগঠনের জন্য টাকা সংগ্রহ করার বিষয় আলোচনা করার সময় তাকে আটক করা হয়।