ফাহমি-মিথিলার ‘অন্তরঙ্গ’ ছবি যে কারণে ভাইরাল!

 

বিনোদন প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: জনপ্রিয় মডেল-অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার সময়টা বেশ কিছুদিন ধরেই ভালো যাচ্ছে না। শোবিজ পাড়ায় তাকে ঘিরে একের পর এক বিতর্কের ঝড় বইছে। এবার নির্মাতা-পরিচালক ইফতেখার আহমেদ ফাহমির সঙ্গে অন্তরঙ্গ ছবি ভাইরাল হওয়ায় নতুন করে শিরোনাম হলেন এই অভিনেত্রী।

 

ফেসবুকে এখন ভেসে বেড়াচ্ছে ফাহমির সঙ্গে মিথিলার ‘অন্তরঙ্গ’ ছবিগুলো। চলছে সমালোচনার ঝড়। তবে অন্তরঙ্গ ছবিগু‌লো কোনো নাটকের দৃশ্য নাকি ব্যক্তিগত কোনো মুহূর্তের, তা যাচাই করা সম্ভব হয়নি।

 

এ বিষয়ে নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমির ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি। মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠানো হলেও কোনো উত্তর দেননি।

 

এর আগে কলকাতার পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে মিথিলার ছবি প্রকাশ পেলে মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে। কলকাতাসহ দেশীয় কিছু গণমাধ্যমের খবরে প্রকাশ পায়, তারা দুজন বিয়ে করতে যাচ্ছেন।

 

 

প্রসঙ্গত, সংগীত পরিচালক ও শিল্পী অর্নবের একটি মিউজিক ভিডিওতে অভিনয়ের সূত্রে মিথিলার সঙ্গে সৃজিতের সখ্যতা গড়ে ওঠে।

 

তবে ধারণা করা হচ্ছে এসব ছবি নিজেই ভাইরাল করেছেন নির্মাতা-পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি। কারণ হিসেবে কেউ কেউ বলছেন, সামাজিক যেগাযোগমাধ্যমে ফাহমি লিখেছেন-‘হ্যা আমার আর মিথিলার পরকিয়া হয়েছে। একবার নয় অনেকবার। এটা নিয়ে মজা করার কিছু নেই। আমরা দু’জন জাস্টফ্রেন্ড।’

 

 

আবার অন্য একটি স্টাটাসে ফাহমি লিখেছেন-গুড নাইট মাই ডিয়ার এণ্ড মাই ফ্রেন্ডস। অনেক বছর পর একটু শান্তিতে ঘুমাতে পারব। কাল ভিডিও এক্সএনএক্সডটকম-এ দেয়া হবে।’

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com