কমিটিতে ত্যাগীদের মূল্যায়ন করা হবে: সাইফউল্লাহ বাদল

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফউল্লাহ বাদল বলেছেন, কমিটি গঠনে আওয়ামীলীগের ত্যাগী নেতাদের মূল্যায়ণ করা হবে। অবশ্যই ত্যাগী নেতাদের তাদের প্রাপ্য সম্মান দেয়া হবে। দীর্ঘদিন ধরে যারা আওয়ামীলীগের রাজনীতিতে শ্রম দিয়েছেন এ সম্মান তাদের প্রাপ্য। তবে নতুন করে আওয়ামীলীগের ঢুকেছেন তারা আওয়ামীলীগের কমিটিতে পদ পদবী পাবেন না। যদিও কোনভাবে কমিটিতে ঢুকে যায় তাদেরকে বাদ দেয়া হবে।

 

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে দেওভোগ হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় মাঠে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ দিন ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ ও নবায়ণ করা হয়।

 

অনুষ্ঠানে সাইফ উল্লাহ বাদল আরও বলেন, যারা নতুন করে আওয়ামীলীগের ঢুকেছে তারাই দলের নাম ব্যবহার করে অপকর্ম করছে। তাই সেই সব আওয়ামীলীগের লোকদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। তারা যেন আওয়ামীলীগের নাম ভেঙ্গে অপরাধ কর্মকা- করে দলের সুনাম নষ্ট করতে না পারে।

 

উদাহরণ হিসেবে তিনি বলেন, দেশে আলোচিত ক্যাসিনোকা-সহ অন্যান্য আলোচিত অপরাধগুলো যারা করেছে-এরা সবাই অন্যদল থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছে।

 

 

সাইফউল্লাহ বাদল আরও বলেন, ইতোমধ্যে ইউনিয়নের সবক’টি ওয়ার্ডের কমিটি গঠন করা হয়েছে। খুব শিগগির ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি গঠন করা হবে। ইউনিয়ন কমিটিতে অবশ্যই যোগ্যদের হাতে নেতৃত্ব তুলে দেয়া হবে। আশা করছি একটি শক্তিশারী কমিটি হবে।

 

অনুষ্ঠানে কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমএ সাত্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, হুমায়ন কবির রতন প্রমুখ।

 

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা সরদার সালাউদ্দিন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহাবুব সৌরভ, থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমএ মান্নান, সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, কাশীপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক খোকা, কাশীপুর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য শামীম আহম্মেদ, ইউপি মহিলা সদস্য মরিয়ম আক্তার, আওয়ামীলীগ নেতা হারুন অর রশীদ, কাশীপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম, কাশীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোক্তার হোসেন প্রমুখ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com