আ’লীগে ক্ষোভ: এসেই গরম ভাত চান বক্তাবলীর আমজাদ মেম্বার
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আওয়ামী লীগে যোগ দিয়েছেন মাত্র কয়েক বছর আগে। দলের প্রভাবে নির্বাচিত হয়েছেন ইউপি সদস্যও। কিন্তু এতেও তার পেট ভরছে না। এখন চান আওয়ামী লীগের পদও। দলের প্রবীণদের টেক্কা দিয়ে এখন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ চাই তার।
নানা অপকর্মের অভিযোগে অভিযুক্ত বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন বাঁধন এখন শুধুমাত্র লবিংয়ের জোরেই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হতে উঠেপড়ে লেগেছেন।
শুধু আমজাদ হোসেন নন, তার পিতা আদম বেপারী সিদ্দিকুর রহমানের বিরুদ্ধেও রয়েছে নানা অপকর্মের অভিযোগ।
স্থানীয়দের দাবি, পিতা-পুত্রের অপকর্মের ঢাল বানাতে এখন আওয়ামী লীগের পদের জন্য বেপরোয়া উভয়ে।
স্থানীয়দের অভিযোগ, এসে গরম ভাত চাইছেন আমজাদ মেম্বার। মাত্র ৩০ বছর বয়স হলেও ইতোমধ্যে আওয়ামী লীগের প্রবীণ ও ত্যাগী নেতাদের উপর ছড়ি ঘুরাতে শুরু করেছেন। যদি সে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির পদ পান তাহলে দলের এসব ত্যাগী-পরীক্ষিত ও প্রবীণ কর্মীদের নানা অবহেলা ও লাঞ্ছনার শিকার হবার সম্ভাবনা বাড়বে।
এলাকার কয়েকজন প্রবীণ আওয়ামী লীগ কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন আমরা আশা করবো এবাবের সম্মেলনে তাদের মূল্যায়ণ করা হবে। কারণ দলের জন্য যারা রাজপথে ও সংগ্রামে ঘাম ঝরিয়েছেন তাদের মূল্যায়ণ না করলে একদিকে দল যেমন ক্ষতিগ্রস্থ হবে অন্যদিকে ত্যাগীদের মধ্যে হতাশা তৈরি হবে।
তাদের আরো অভিযোগ, শুধুমাত্র মুখ পরিচয় ও আনুগত্যের উপর ভিত্তি করে যদি কমিটিতে পদ দেয়া হয় তবে দলের জন্য ক্ষতিকর হবে। ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী একজন প্রজ্ঞাবান নেতা তিনি সঠিক সিদ্ধান্তই নেবেন।
তাদের দাবি, এ ওয়ার্ডে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে দলের একাধিক প্রবীণ ও ত্যাগী কর্মী প্রার্থী রয়েছেন। যদি কাউকে নেতা বানাতেই হয় তবে এসব কর্মীদের মধ্যে কাউকে বানানো হোক। কিন্তু কেউ একজন গতকাল এসেই আজ পদ চাইবেন-এমন দলতো আওয়ামী লীগ নয়।
প্রবীণ এসব নেতাদের মতে, আমজাদ হোসেনের সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদ চাওয়ায় তারা যেমন বিব্রত ঠিক তেমনি বিস্মিতও।
স্থানীয়রা জানায়, ইউপি সদস্য নির্বাচিত হলেও সে কাজটিও আমজাদ হোসেন ভালভাবে করতে পারেন না। এখনও ছায়া-মেম্বার হয়ে তার বাবা সিদ্দিকুর রহমানই সেসব কাজ করে দেন। অথচ সেই আমজাদ-ই এখন আওয়ামী লীগের শীর্ষ পদের দাবিদার!
কমিটিতে পদ চাওয়া প্রসঙ্গে ইউপি সদস্য আমজাদ হোসেন বাঁধন বলেন, এলাকার জনগণ ও আওয়ামী লীগের নবীন-প্রবীণরাই আমাকে চায়। এলাকার মুরুব্বী ও নেতাকর্মীরা আমার হয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কাছে নাম প্রস্তাব করেছেন। এখন উনিই এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন।এ ওয়ার্ডে এককভাবে আওয়ামী লীগের নেতাদের নামের তালিকা করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, অভিযোগটি ঠিক নয়। আপনি এলাকায় এসে সরেজমিন তদন্ত করে দেখুন।
এ বিষয়ে বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম প্রেসবাংলা২৪ডটকম’কে বলেন, সংশ্লিষ্ট ওয়ার্ডের তালিকাভুক্ত প্রতিনিধিরাই তাদের নেতা নির্বাচন করবে। কিন্তু কোন কোন ওয়ার্ডে প্রতিনিধিদের ছাড়াই কমিটি ঘোষণা করা হয়েছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানে কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী নাই সেখানে কমিটি ঘোষণা করা হয়েছে। কিন্তু যেখানে আপত্তি উঠে প্রার্থী থাকবে সেখানে অবশ্যই মতামতের ভিত্তিতে কমিটি হবে।
এ বিষয়ে ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী বলেন, কর্মীরাই নেতা বানাবে। যেখানে প্রার্থী থাকবে সেখানে অবশ্যই মতামত বা ভোটের মাধ্যমে নেতা হবে।