জেল হত্যা দিবস উপলক্ষে সিঙ্গাপুর আ’লীগের আলোচনা সভা ও দোয়া

শাহাদাত রাসেল, প্রেসবাংলা২৪ডটকম: জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে সিঙ্গাপুর আওয়ামীলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩নভেম্বর) সন্ধা ৮ টার সময় সিংগাপুরের মোস্তফা প্লাজার রয়েল রোডের নবাব বিরীয়ানী রেষ্টুরেন্টে এই সভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয় ।
অনুষ্ঠানে জাতীয় চার নেতার প্রতি বক্তারা বিনম্র শ্রদ্ধা নিবেদন করে ইতিহাসের এই জঘন্যতম নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং জাতীয় চার নেতার আত্বার মাগফিরাত কামনা করে দোয়া কামনা করেন। দোয়া পরিচালনা করেন সিঙ্গাপুর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
সিঙ্গাপুর আওয়ামীলীগের ভার প্রাপ্ত সাধারণ সম্পাদক  আলমগীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সিঙ্গাপুর আওয়ামী লীগের সহ সভাপতি ইন্জিনিয়ার আব্দুল মালেক হীরার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,  সিঙ্গাপুর আওয়ামীলীগের সহ সভাপতি ফয়েজ খান ফরহাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সিঙ্গাপুর  যুবলীগের সভাপতি কে এইচ আলামিন, সহ সভাপতি ফজলুর রহমান সিঙ্গাপুর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি তাহাজ্জুদ হোসেন, সিঙ্গাপুর ছাত্রলীগের সভাপতি সোহাগ মাহমুদ, সাধারণ সম্পাদক জেপি তালাশ, আন্তর্জাতিক বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিঙ্গাপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি শাহাদাত রাসেল চৌধুরী, সাধারণ সম্পাদক মিরাজ উদ্দিন, সহ সিঙ্গাপুর আওয়ামীলীগ, যুবলীগ শ্রমিক লীগ, ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে  সবার জন্য রাতের খাবারের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com