অবৈধ কোচি: না’গঞ্জে যুব প্রশিক্ষণ একাডেমীকে জরিমানা
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: অবৈধভাবে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কোচিং বাণিজ্যের অপরাধে জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমিকে (নিটা) ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে নগরীর চাষাঢ়া কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে নিটাকে ওই জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক।
অবৈধভাবে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির কোচিং বাণিজ্য এবং ল্যাব তৈরি করে সেখানে ওষুধ সংরক্ষণসহ নানা অভিযোগে প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।
স্থানীয় সূত্র জানায়, অনুমোদন না থাকা সত্ত্বেও চাষাঢ়া শাখায় জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমির আড়ালে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তির জন্য কোচিং বাণিজ্যসহ নানা ধরনের কর্মকাণ্ড চালিয়ে আসছে নিটা। সোমবার দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক।
অভিযানকালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা বারিক বলেন, নিটা হলো জাতীয় যুব প্রশিক্ষণ একাডেমি। অথচ বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কোচিং বাণিজ্য চালাচ্ছে তারা। এসবের কোনো অনুমোদন নেই তাদের। পাশাপাশি অনুমোদনহীন ল্যাব তৈরি করে ওষুধ সংরক্ষণ করা হয়। যা পুরোপুরি অবৈধ। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতের জন্য তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে।