কাশীপুরে কৃষক লীগ নেতা নৈমুদ্দিন আর নেই

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: প্রবীণ আওয়ামী লীগ নেতা কাশীপুর ইউনিয়ন কৃষক লীগের ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি নৈমুদ্দিন আহমেদ আর নেই। রোববার (৩ নভেম্বর) বিকালে তিনি ফতুল্লার মুসলিমনগরস্থ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। কয়েক বছর যাবত তিনি হৃদরোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি ৫ পুত্র ও ২ কন্যা সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
রোববার রাতে মুসলিমনগর এতিমখানা মাঠে তার নামাজে জানাজা শেষে মুসলিমনগর এতিম খানা কবরস্থানে দাফন করা হয়। জানাজায় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্যরা উপস্থিত ছিল।
সাইফ উল্লাহ বাদলের শোক
এদিকে মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল।
এক শোকবার্তায় তিনি বলেন, নৈমুদ্দিনের মৃত্যুতে আমরা একজন নিবেদিত প্রাণ আওয়ামী লীগ কর্মীকে হারালাম। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।