এসপির কাছে ধরনা দিয়েও মামলায় ছাড় পেলনা শিল্পপতি হাসেমের ছেলে

নারায়ণগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২ডটকম: পারটেক্স গ্রুপ এর কর্ণধার আবুল হাসেম ডিবির হাতে আটক ছেলে শওকত আজিজ রাসেলকে অস্ত্র ও মাদক মামলা থেকে বাচাঁনোর জন্য এসপি অফিসে স্বপরিবারে এসে ধরনা দিয়েও মামলা থেকে রক্ষা করতে পারলেন না। তবে শেষ পর্যন্ত পূত্র বধূকে এবং নাতিকে ছাড়িয়ে নিয়ে যান । এসময় ছেলেকে মামলা থেকে রক্ষা করতে না পারায় তাকে খুব বিমর্ষ দেখাচ্ছিল।

 

শনিবার (২ নভেম্বর) শিল্পপতি আবুল হাসেম ও তার স্ত্রী সকাল থেকে বিকাল পর্যন্ত এসপি অফিসে অবস্থান করেন ।

 

উল্লেখ্য গত শুক্রবার দিবাগত রাত তিনটায় সাইনবোর্ড এলাকার চৌরঙ্গী পাম্পের কাছ থেকে গুলশান ক্লাবের সভাপতি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও আম্বার গ্রুপের চেয়ারম্যান শওকত আজিজ রাসেল এর গাড়ি থেকে বিদেশী মদ, বিয়ার ও গুলি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় রাসেলের গাড়ির চালক সুমনকে (২৯) আটক করা হয়েছে।

 

এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা দায়ের করেছেন । মামলায় গাড়ি চালক সুমন ও শওকত আজিজ রাসেলকে আসামী করা হয়েছে ।

 

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তদন্ত কর্মকর্তা আজিজুল হক মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, পলাতক আসামী শওকত আজিজ রাসেলকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com