অনুপ্রবেশকারীরা ঢুকেই দলের ক্ষতি করে: সাইফ উল্লাহ বাদল
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দলে শুদ্ধি অভিযান চালাচ্ছেন। সুতরাং কেউ দলের সদস্য হয়ে অপকর্ম করলেও ছাড় পাবেন না। তাছাড়া আমাদের দলে অনুপ্রবেশকারীদের সর্ম্পকে সচেতন হতে হবে। কারণ এই অনুপ্রবেশকারীরা দলে ঢুকেই ক্ষতি করে। যার দায় দলকে পোহাতে হয়।
রোববার (৩ নভেম্বর) বিকালে হাটখোলা মাঠে কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন ইউনিয়নের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের সদস্য সংগ্রহ ও নবায়ন করা হয়।
দলে নতুন সদস্যদের উদ্দেশ্য করে তিনি আরও বলেন, এখন আর খারাপ কাজ করে কেউ দলে থাকতে পারবে না। কাজেই যারা আজ দলে নতুন সদস্য হবেন তাদের দ্বারা যাতে দলের বদনাম না হয়, তারা যেন কোন খারাপ কাজে লিপ্ত না হন সেদিকে খেয়াল রাখতে হবে। আপনারা আওয়ামীলীগের সদস্য হয়ে দল ও দেশের জন্য কাজ করবেন। মানুষকে ভালোবাসবেন, তাহলে আওয়ামীলীগের সুনাম বৃদ্ধি পাবে।
নতুন সদস্য ও নেতা নির্বাচনের ক্ষেত্রে আরও সতর্ক হবার পরামর্শ দিয়ে বর্ষীয়ানই এই রাজনীতিক আরো বলেন, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন বিএনপি-জামাতের কোন লোক যাতে আওয়ামীলীগের সদস্য হতে না পারে কারণ তারা ছদ্মবেশে ঢুকে অপকর্ম করবে, আমাদের দলের বদনাম করবে।
কাশীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, দপ্তর সম্পাদক মোমেন শিকদার, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার, সাংগঠনিক সম্পাদক হাজী গিয়াসউদ্দিন, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবুল কালাম আজাদ, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, আওয়ামী লীগ নেতা সরদার সালাউদ্দিন, কাশীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিসুর রহমান শ্যামল, সাধারণ সম্পাদক ইউপি সদস্য শামীম আহমেদ, ফতুল্লা থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান, সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, যুবলীগ নেতা ও ইউপি সদস্য মেজবাউর রহমান পলাশ, আওয়ামী লীগ নেতা নুরুল আমিন, সাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।
পরে প্রধান অতিথি আওয়ামী লীগের সদস্যদের কার্ড তুলে দেন। এছাড়াও ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।
Like!! I blog frequently and I really thank you for your content. The article has truly peaked my interest.