১৬ ডিসেম্বরে বিজয় র‌্যালী করবে ‘নারায়ণগঞ্জস্থান’

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আগামী ১৬ ডিসেম্বরে জমকালো বিজয় র‌্যালী করার প্রস্তুতি নিচ্ছে নারায়ণগঞ্জভিক্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপ -নারায়ণগঞ্জস্থান। এছাড়াও গ্রুপটির সহায়ক কেনাবেচা গ্রুপটিও সচল করার নানা উদ্যোগ নেয়া হচ্ছে।

 

শুক্রবার (১ নভেম্বর) নগরীর শেখ রাসেল পার্কে গ্রুপটির মাসিক আড্ডায় তাদের এ আয়োজনের কথা জানানো হয়।

 

গ্রুপটির এডমিন আরেফিন রওশন হৃদয় জানান, শুধুমাত্র সামাজিক যোগাযোগমাধ্যমের ভার্চুয়াল জগতে নয়, সামনাসামনি পরিচয় ও বন্ধুত্বকে গাঢ় করতে আমরা সাধারণত এ মাসিক সভার আয়োজন করি। তবে শুক্রবারের সভায় আগামী ১৬ ডিসেম্বরে বিজয় র‌্যালীর বিষয়টি সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। আমরা একটি জমকালো বিজয় র‌্যালীর প্রস্তুতি নিচ্ছি।

 

হৃদয় আরো জানান, অন্যান্য ক্ষেত্রে পণ্য কেনাবেচার যেসব সাইট রয়েছে তাতে পে করতে হয়। এজন্য আমরা বিনাখরচে কেনাবেচার গ্রুপটি সক্রিয় করছি। এখানে অনেকেই আর্থিকভাবে লাভবনা হচ্ছেন।

 

হৃদয় জানান শুক্রবারের সভায় বিভিন্ন সময়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ৩জনকে গ্রুপের পক্ষ থেকে টি-শার্ট উপহার দেয়া হয়।

 

সভায় আরও উপস্থিত ছিলেন-গ্রুপের এডমিন রিজওয়ান আমিন, এম এইচ অপু, মডারেটর শামসুর রহমান, সাঈদ সানী, সরফরাজ সুলতান, সোনিয়া আক্তার, সুরাইয়া জেনি, আসমা খাতুন প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com