‘বিন্দু মরিচ শওকত’

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলীকে কর্মের প্রশংসা করে তাকে বিন্দু মরিচ বলে আখ্যায়িত করেছেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল।

 

সাইফ উল্লাহ বাদল বলেছেন, গ্রামে ঝাল মরিচকে বিন্দু মরিচ বলা হয়। আকারে ছোট হলেও এর গুণাগুন অনেক। আপনাদের শওকত আলী তেমনই একজন মরিচ।

 

সাইফ উল্লাহ বাদলের এমন মন্তব্যে সকলেই সমস্বরে হেসে উঠে হাততালি দেন।

 

শনিবার (২ নভেম্বর) বিকেলে বক্তাবলী বাজারে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শওকত আলীর কর্মের প্রশংসা করে সাইফ উল্লাহ বাদল আরও বলেন, অনেকে বলেন শওকত আলী সাহেবের আমলে বক্তাবলী উপশহরে পরিণত হয়েছে। কিন্তু আমি বলতে চাই বক্তাবলী উপ-শহর নয় শহরে পরিণত হয়েছে। প্রতিটি এলাকা পাকা রাস্তা হয়েছে। এই এলাকায় মানুষ গাড়ি দিয়ে চলাচল করছে। বক্তাবলীতে প্রতিটি ঘরে বিদ্যুত পৌছে দেয়া হয়েছে। বক্তাবলীর উন্নয়নের জন্য শওকত আলী সব সময় চিন্তা করেন। শওকত আলীর নেতৃত্বে এই বক্তাবলীতে একটি ব্রিজ হবে সেটাই প্রত্যাশা করছি। নারায়ণগঞ্জ হতে বক্তাবলীর সাথে যোগাযোগের সু-ব্যবস্থা করতে শওকত আলী সাহেব শামীম ওসমানকে চাপ সৃষ্টি করে থাকে।

অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফাজউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী।

অনুষ্ঠানেআরো উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামীলীগের প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, থানা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন, থানা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম, বক্তাবলী ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি হাকিম চৌধুরী, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, ফতুল্লা থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com